মোবাইল Super Fast করবেন কিভাবে?
বর্তমানে চারপাশে যেদিকেই তাকাবেন প্রায় সবার হাতেই ‘অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের’ স্মার্টফোন দেখতে পাবেন। Android Mobile এর একটি কমন সমস্যা হচ্ছে এটি সময়ের সাথে সাথে কিছুটা ধীর গতির হয়ে যায়। এখন কিছু Tips শেয়ার করব যার সাহায্যে সম্পুর্ন না হলেও আপনার Android Mobile টিকে অনেকাংশেই ফাস্ট করে তোলা সম্ভব হবে।
আপনার Android Mobile টি “Factory Reset” ( Not Restart) করুন।
আমরা সবাই জানি যে, “Reset” করার মানে হচ্ছে, ” নতুন করে কাজ করা”।
আর android mobile এর হ্মেত্রেও “Reset” অপশন টি ঠিক এর অর্থ এর মতই কাজ করে।
আপনার অবশ্যই মনে আছে যে, আপনি যখন মার্কেট থেকে নতুন android mobile টি
কিনে এনেছেন, তখন আপনার android mobile টি অনেক ফাস্ট ছিল তাই না?
কিন্তু, ব্যাবহার করতে করতে আস্তে আস্তে Android Mobile টির মধ্যে নানা রকম
ফাইল জমা পরার কারনে সেই android mobile টি আস্তে আস্তে Slow হয়ে গিয়েছে।
এখন আপনি যদি, আপনার android mobile টিকে “Factory Reset” করেন, তাহলে আপনার android mobile থেকে সব ফাইল মুছে যাবে।
( সব ফাইল বলতে, আপনি ব্যাবহার এর ফলে যেই ফাইল গুলা জমা হয়েছিল সেগুলো। )
সব ফাইল মুছে গিয়ে, প্রথম দিনের মত হয়ে যাবে।
মানে আপনি মার্কেট থেকে কিনে আনার সময় যেই রকম ফাস্ট ছিল, সেই রকম ফাস্ট হয়ে যাবে।
“Factory Reset” করার ফলে, যেহেতু আপনার সিস্টেম ফাইল মুছে যাচ্ছে, সেহেতু আপনি “Factory Reset” করার পর পাবেন Fast গতির একটি android mobile.
সতর্কতা : “Factory Reset” এর ফলে আপনার ফোন মেমরিতে থাকা প্রয়োজনীয়
কন্টাক্ট ( সিম এ সেভ করা গুলা নয়।), এস এম এস,ক্যালেন্ডার এন্ট্রি,
মেমো, এবং আপনি যে অ্যাপ গুলা ব্যাবহার করতেন, এগুলো সব মুছে যাবে।
তাই “Factory Reset ” এর আগে প্রয়োজনীয় সকল কিছুর ব্যাক-আপ নিয়ে রাখুন।
তারপর ব্যাক-আপ নেয়া হয়ে গেলে,
আপনার Android Mobile টি “Factory Reset” করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ গুলা uninstall করে দিন।
আমরা অনেক সময় “Play Store” এ ঘুরতে দেখা যায়, অনেক রকম অ্যাপ install দেই।
এমনকি আমার যখন ফ্রি টাইম থাকে তখন আমি নিজেও গেইমস install দিয়ে খেলা শুরু করি।
কিন্তু পরে সময় এর অভাবে আর গেইমস খেলা হয় না।
আমার মনে হয়, আপনার ও এই রকম অনেক অ্যাপ ইন্সটল দেন, কিন্তু কিছুদিন পর আর সেই অ্যাপ গুলা ব্যবহার করেন না।
এই রকম অপ্রয়োজনীয় অ্যাপ গুলা Uninstall করে দেয়া উচিৎ। এতে করে আপনার ফোনের র্যাম ফ্রি থাকবে।
আপনার Android Mobile টি Restart করুন।
আমরা Computer এ কোন প্রব্লেম এ পরলে, Computer “Restart” দিয়ে থাকি।
Computer Restart দিলে কিছু সময় দেখা যায়, প্রব্লেম কিছুটা হলেও সলভ হয়।
আপনার Android Mobile এর ব্যাপারটিও সেইম।
যদিও এটি একটি Temporary অপশন।
তবুও এটা কাজ করে। তাই আপনার Android Mobile টি “Restart” করুন।
ভালো মানের একটি এন্টিভাইরাস অ্যাপলিকেশন ব্যবহার করতে পারেন।
কম্পিউটারের মত Android Mobile ও নানা রকম ভাইরাস এবং ম্যালওয়্যার
দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং একটি ভালো এন্টিভাইরাস দিয়ে এই সকল ভাইরাস এবং
ম্যালওয়্যারকে সনাক্ত করন এবং আপনার Android Mobile টিকে কিছুটা হলেও গতিশীল করবে।


No comments