mamun386.blogspot.comআপনাকে স্বাগতম।😏

দেশসেরায় রাজশাহী কলেজের হ্যাটট্রিক



টানা চতুর্থবারের মত দেশসেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কলেজ পারফমেন্স র‍্যাংকিং ও মডেল কলেজ প্রকল্প অনুসারে সেরা কলেজেসমূহের র‍্যাংকিং ঘোষণা করা হয়। 

আজ সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সেরা কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

জাতীয় পর্যায়ে প্রথম পাঁচ সেরা কলেজের তালিকায় রাজশাহী কলেজের পরেই রয়েছে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের নাম। এ তালিকায় পরবর্তী কলেজসমূহ যথাক্রমে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ এবং রংপুরের কারমাইকেল কলেজ। 


জাতীয় পর্যায়ের সেরা কলেজ ছাড়াও সেরা মহিলা কলেজের নামও ঘোষণা করা হয় এ সংবাদ সম্মেলন থেকে। এবারের নির্বাচিত সেরা মহিলা কলেজের তালিকায় রয়েছে ঢাকার লালমাটিয়া কলেজ(বেসরকারি) এর নাম।

এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের সেরা সরকারি কলেজ এবং সেরা বেসরকারি কলেজের নামও ঘোষণা করেন উপাচার্য। সেরা সরকারি কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ এবং সেরা মহিলা কলেজ ঢাকা কমার্স কলেজ। 


সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের সেরা কলেজ ছাড়াও বিভাগনুসারে সেরা কলেজের তালিকাও তুলে ধরেন উপাচার্য। আগামী ০২ মার্চ (শনিবার) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সেরা কলেজসমূহকে সম্মাননা প্রদান এবং পুরষ্কার প্রদান করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন। 

শ্রেষ্ঠত্বের খেতাব নিয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান বলেন, “রাজশাহী কলেজের এ গৌরবোজ্জ্বল অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ দিব। এ অর্জন তাদের কারণেই সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের পরিবর্তনের দিকে ধাবিত করেছে বলেই রাজশাহী কলেজে এ পরিবর্তনের হাওয়া লেগেছে। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আমাদের সহায়ক শক্তি কিন্তু মূল চালিকা শক্তি শিক্ষার্থীরাই। এ গৌরব অর্জনের ফলে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।”


উল্লেখ্য, এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে রাজশাহী কলেজ। 

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.