mamun386.blogspot.comআপনাকে স্বাগতম।😏

গুগল ডুডলে বাংলাদেশের জাতীয় শিশু দিবস

বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ দিনে হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল।
বাংলাদেশের জাতীয় শিশু দিবস উপলক্ষেও একটি বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন।

ডুডলটিতে দেখা যাচ্ছে- সবুজ প্রকৃতির ওপর স্থাপিত একটি নেটওয়ার্কের ওপরে শিশুরা খেলছে। এদের কেউ নেটওয়ার্ক বেয়ে ওপরে উঠছে, কেউ বসে আনন্দ করছে, আবার কেউ সেটি বেয়ে নিচে নেমে আসছে।
আর একজনকে দেখা যাচ্ছে বসে বই পড়তে। ডুডলটিতে গুগলের ইংরেজি বানানে ব্যবহৃত বর্ণগুলো দিয়ে বানানো হয়েছে শিশুদের অবয়ব।
শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি এ ডুডলটি চালু করেছে। বাংলাদেশের জন্য ২০১৩ সালে ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল প্রথম ডুডল তৈরি করে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.